রমাদানের শিক্ষা

আল্লাহর অফুরন্ত শুকরিয়া যে তিনি আমাদেরকে আবারও মহিমান্বিত রমাদান মাসে উপনীত করেছেন। সময়ের পরিক্রমায় এ মহিমান্বিত মাসটিও কিছুদিন পর আমাদের ছেড়ে বিদায় নেবে। একজন মু’মিনের অন্তর রমাদানের বিদায়ে ব্যথিত হয়, নিষ্ঠার সাথে বার বার রমাদানের প্রত্যাবর্তন কামনা করে।

আমরা প্রায়ই বলে থাকি – “বিদায় নেওয়া মানেই প্রস্থান নেওয়া নয়”। রমাদান যার জীবনে শুধুমাত্র অন্যান্য সাধারণ মাসের ন্যায় একটি মাসের মতো আসে, তাকে হতভাগা ছাড়া আর কি বলা যায়! এই এক মাস পুরো বছরটাকেই নির্ধারণ করতে আসে, এই এক মাসের সংযম আগামী এগারো মাসের জন্য রসদ স্বরূপ।

কোনো ফোর্স যখন ট্রেনিং নেয়, তখন সেটা তাদের পুরো জীবনযাত্রাকেই পাল্টে দেয়। ট্রেনিং এর পূর্ববর্তী এবং পরবর্তী জীবনে থাকে বিস্তর তফাৎ।  কঠিন অধ্যবসায় তাদেরকে নিয়মের মাঝে দৃঢ় থাকতে বাধ্য করে। রমাদানও আমাদের জন্য এরকম একটি ট্রেনিং। এটি তাক্বওয়া অর্জনের একটি অন্যতম মাধ্যম। কেননা আল্লাহ তায়া’লা বলেন,
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
হে ঈমানদারগণ! তোমাদের প্রতি সিয়ামকে ফরয করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরয করা হয়েছিল, যাতে তোমরা তাক্বওয়া অর্জন করতে পার। [১]

অনুশীলনের এই সময়টিকে আল্লাহ তায়া’লা আমাদের জন্য আরো সহজ করে দিয়েছেন, যা আমরা নিচের হাদিসটি থেকে জানতে পারি।
‎  عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ, قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ صُفِّدَتِ الشَّيَاطِينُ وَمَرَدَةُ الْجِنِّ وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ وَفُتِحَتْ أَبْوَابُ الْجِنَانِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ”
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স) বলেন, “রমাদান মাসের প্রথম রাত্রি যখন আগত হয়, তখন সকল শয়তান ও অবাধ্য জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। জাহান্নামের সকল দরজা বন্ধ করা হয়, সুতরাং তার একটি দরজাও খোলা হয় না। উপরন্তু জান্নাতের সকল দরজা খুলে রাখা হয়, সুতরাং তার একটি দরজাও বন্ধ রাখা হয় না।” [২]

“সিয়াম” মানে বিরত থাকা। আল্লাহ তায়া’লাকে ভালোবেসে এ সময় আমরা হারামের পাশাপাশি কিছু হালাল বিষয় থেকেও বিরত থাকি, যেন বছরের বাকি সময়ে আমাদের যাত্রা সহজ হয় ৷ একই সাথে আমরা চর্চা করি কিয়ামুল লাইলের, যা আমাদের সাথে কুরআনের সম্পর্ককে করে আরো নিবিড় ও গভীর।

রমাদানের বিস্তৃত শিক্ষাকে উজ্জীবিত করণের লক্ষ্যে আমাদের আয়োজন “রমাদানের শিক্ষা”।

তথ্যসূত্রঃ
[১] সুরা আল-বাক্বারা : ১৮৩
[২] তিরমিযী, ৬৮২। হাদীসটির মান সহিহ।

Shopping Cart
Scroll to Top