আমাদের সম্পর্কে
আল ঈল্ম-উন-নাফি একাডেমী একটি অলাভজনক ইসলামিক প্রতিষ্ঠান। এখানে নির্ভরযোগ্য আলেমদের তত্বাবধায়নে দাওয়াহ, দাওরা ইলমিয়া ও ইসলাহ মূলক ঈল্ম শেখানো হয়। শেখানোর ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান বিভিন্ন কিতাবকে অনুসরণ করে। উস্তাদরা নিজের থেকে কিছু বলেন না। আমরা আমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য কোন অর্থ গ্রহণ করিনা এবং কোন রকম সাদাকা গ্রহণ করি না। যারা আমাদের দাওরা কোর্সে ভর্তি হয়ে নিয়মিত ছাত্র হিসাবে ইজাজাহ নিতে চান তাদের ক্ষেত্রে আমরা অর্থ গ্রহণ করি।
আমাদের উদ্দেশ্যঃ
আস-সালাফ আস-সলিহীনের আদর্শকে সংরক্ষণ ও বাস্তবায়ন করা।
আমাদের কার্যক্রমঃ
মানুষকে সকল প্রকার দল থেকে মুক্ত করে বিশুদ্ধ ইসলামের দিকে ডাকা ও ইসলামকে গ্রহণযোগ্য কিতাব থেকে শিক্ষা দেওয়া। কিতাব বাছাই এর ক্ষেত্রে আমরা সাধারণত সর্বজন গ্রহণীয় আলেমদের কিতাব থেকে শেখাতে চেষ্টা করি।
আমাদের আকিদাহঃ
আমাদের আকিদাহ হচ্ছে আস-সালাফ আস-সলিহীনের আকিদাহ। এক্ষেত্রে আমাদের আসারী কিংবা সালাফি কিংবা আহলুল হাদিস বলা যেতে পারে।
রাজনৈতিক মতাদর্শঃ
এক কথায় ইসলাম আমাদের একমাত্র আদর্শ। এ ক্ষেত্রে আমাদের কোন মতামত নেই। আমরা রাজনীতি নিয়ে ব্যস্ত নই। তবে ইসলামের নামে বিভিন্ন দল করা থেকে আমরা বিরত থাকি। মানুষকে আলেমদের সাথে সংঘবদ্ধ থাকতে পরামর্শ দিই। এ ক্ষেত্রে আমরা কোন একক আলেমকে নির্দিষ্ট করিনা। উম্মাতের সকল আলেমের প্রতি আমরা শ্রদ্ধাশীল। জামানার খাওয়ারিজ ও মুরজিয়া সহ সকল ভ্রান্তি থেকে আমরা মুক্ত থাকতে চেষ্টা করি।